বিরাট কোহলি ও সৌরভকে আদালতের নোটিশ

আইপিএল টুর্নামেন্টের প্রায় ৬০ শতাংশই বাণিজ্যিকভাবে লাইভ টিভিতে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপের মাধ্যমে চলছে।
আর এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ভিত্তি করে তৈরি করা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়ে ‘জুয়া’য় উৎসাহ দেওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে মাদ্রাজ আদালতে অভিযোগ করেছেন এক আইনজীবী।
অর্থ লেনদেনের মাধ্যমের পরিচালিত এই অ্যাপের মাধ্যমে জুয়া’য় উৎসাহ দেওয়ার অভিযোগ আনা হয়েছে মাদ্রাজের উচ্চ আদালতে।
আদালত উষ্মা প্রকাশ করে বলেন, কোহলি এবং গাঙ্গুলীর মত সেলিব্রেটিরা এমনসব পন্যের উৎসাহ দিচ্ছেন যা সম্ভাব্য মৃত্যুর ফাঁদ হতে পারে।
বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী ছাড়াও আদালত দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং ভারতীয় সুপারস্টার দাজ্ঞুবাতি, সুদীপ ও প্রকাশ রাজের বিরুদ্ধেও নোটিশ জারি করেছেন।
আইপিএলের ফ্যান্টাসি অ্যাপে জুয়ার ফাঁদে অনেক তরুণ সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন।
ড্রিম ১১ নামের এই ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানিটি আইপিএল-২০২০ এর টাইটেল স্পন্সর।