মহানবী (সা:) কে অবমাননা করায় বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

ফ্রান্স সরকারের পৃষ্ঠপােষকতায় মহানবী (সাঃ) কে অপমান করার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘােষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা হেফাজতে ইসলামের আহ্বানে শুক্রবার বাদ জুম’আ বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদিক্ষন করেন।
মুফতি আঃ ওয়াহেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন কাজি ফজলুল করিম মােহাদ্দেস কারবালা মাদ্রাসা, বগুড়া।
সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সামসুল হক, সেক্রেটারী হেফাজতে ইসলাম, বগুড়া জেলা, সভাপতি সকল মুসলমানকে ফরাসী পণ্য বর্জনের আহবান জানান।
এই কর্মসূচিতে বগুড়া জেলা ইমাম পরিষদও একাত্ততা প্রকাশ করে।

বিক্ষোভ মিছিলে ফ্রান্সের দূতাবাস বন্ধ, মহানবী (সা:) কে অবমাননা করলে মৃত্যদন্ডের আইন ও ফ্রান্সের পণ্য বয়কয়েট দাবী জানানো হয়।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যানে এবং করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।