খেলাধুলা

বিশ্বকাপ বাছাইয়ে ৪ ডিসেম্বর কাতারের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ

করোনাভাইরাস এর কারনে স্থগিত হওয়া কাতার বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের বাকি অংশ শুরু হচ্ছে এ বছর। ‘ই’ গ্রুপের লড়াইয়ে কাতার-বাংলাদেশ মুখোমুখি হবে ৪ ডিসেম্বর। ২০২২ সালের বিশ্বকাপের পাশাপাশি ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের বাছাইও হবে এই প্রতিযোগিতা থেকে।

এশিয়ান অঞ্চলের বাছাইয়ে এ বছর এই একটি ম্যাচই হবে। বুধবার এএফসি প্রতিযোগিতা কমিটির তৃতীয় বৈঠকে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের নতুন সূচির অনুমোদন দেওয়া হয়েছে। ফিফাও দিয়েছে সবুজ সংকেত।

ফিফার আন্তর্জাতিক সূচির বাইরে হবে কাতার ও বাংলাদেশের ম্যাচটি। তাই ৪ ডিসেম্বরের লড়াইয়ে ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে না। ঘরোয়া লিগের খেলোয়াড়দের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাখতে হবে দলে।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে কাতার। চার ম্যাচে বাংলাদেশ পেয়েছে এক পয়েন্ট, সবার শেষ দল তারা। গ্রুপের তৃতীয় ম্যাচে ঢাকায় ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

আয়োজক হওয়ায় কাতার সরাসরি বিশ্বকাপ খেলবে। কিন্তু তাদের চোখ পরের বছর চীনে হতে যাওয়া এশিয়ান কাপে।

এই বিভাগের অন্য খবর

Back to top button