আন্তর্জাতিক খবর
বিয়ের পরিকল্পনার কথা জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

এবার নিজের বিয়ের পরিকল্পনার কথা জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। বুধবার নিউ প্লেমাউথ শহরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জেসিন্ডা জানান, বিয়ে নিয়ে কিছু পরিকল্পনা করেছেন তারা। তবে কবে বিয়ে করবেন তা তখন জানান নি তিনি।
গত বছর দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান হয় জেসিন্ডা আরডার্নের। দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে জেসিন্ড-গেফোর্ডের। তারপর তাদের বিয়ের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়।
প্রধানমন্ত্রী জেসিন্ডা এর আগে বলেছিলেন তিনি ও গেফোর্ড সাধারণ নির্বাচনের আগে বিয়ে করবেন না। তাই নির্বাচনের পর সুযোগ পেয়ে বুধবার সাংবাদিকরা তার কাছেই তার বিয়ের খবর জানতে চান। জেসিন্ডা জানান, বিয়ের কাজটি বৃহৎ পরিসরে সম্পন্নের জন্য তাদের কিছু পরিকল্পনার কথা পরিবার ও বন্ধুদের জানিয়েছেন।