অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডাঃ মােস্তফা আলম নাননু
বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সভাপতি ডাঃ মােস্তফা আলম নাননু অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পাওয়ায় বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সহ- সভাপতি এ্যাডভােকেট নরেশ মুখার্জি, সহ-সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা সহ- সভাপতি ডাঃ গােপাল চন্দ্র কর্মকার, সহ সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, সাধারণ সম্পাদক ডাঃ এস, এম, মিল্লাত হােসেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক ডাঃ শফিক আমিন কাজল, এনামুল সহ সাধারণ সম্পাদক হক, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান কোষাধ্যক্ষ দৌলতুজ্জামান দৌলত, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম মানিক, তথ্য ও গবেষণা সম্পাদক কবি আজিজার রহমান তাজ, সদস্য আব্দুস সালাম বাবু, আব্দুল খালেক, “বীর মুক্তিযােদ্ধা ছামছুল আলম, গােলাম কুদ্দুস, ফরিদুজ্জামান, ব্যাংকার মিজানুর রহমান, আতাউল ওসমান গণি, আবু জাফর, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সজল শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ ডা মােস্তফা আলম নাননুর কর্মময় জীবনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।