ক্রীড়া নৈপূণ্য মানুষের মাঝে বন্ধন সৃষ্টি করে- রনি

বগুড়া জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনি বলেছেন, ক্রীড়া নৈপূণ্য মানুষের মাঝে বন্ধন সৃষ্টি করে। ক্রীড়াই পারে এদেশের সম্পদ যুব সমাজকে সকল অপকর্ম থেকে দুরে রাখতে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে। বগুড়া ফুটবল এ্যাসোসিয়েশন এ জেলার সকল এলাকায় ফুটবলার তৈরিতে কাজ করছে। জাতীয় ক্রিকেট দলে এখন বগুড়ার বেশ কয়েকজন খেলোয়ার রয়েছে তেমনি আগামীতে জাতীয় ফুটবল দলে বগুড়ার খেলোয়ার যাতে সুযোগ পায় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফুটবল সারা বিশ্বের অন্যতম একটি খেলা। সকল বয়সের মানুষ এই খেলা পছন্দ করেন। তাই খেলা যাতে করে সুন্দর ও সৃজনশীল হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
শুক্রবার বিকেলে বগুড়া বৃন্দাবন পাড়া রাইজিং ক্লাব আয়োজিত কাউন্সিলর কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রাইজিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জ্যাঠোর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।
রাইজিং ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মাছুম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফী, জেলা অংকন ও প্রচার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা এনামুল জাহিদ তিতাস।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্ঠা আলহাজ্ব নওশাদ উর রহমান নিশান, মাববুর রহমান মাবু, মিজানুর রহমান ছাঈদ, প্রভাষক আব্দুল্লাহ আল শাফী সুজন, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই নুরে আলম সিদ্দিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিনুর ইসলাম সনি, আনিছার রহমান, আলহাজ্ব কবির খলিফ, সেলিম মন্ডল, আব্দুল মতিন, আইয়ুব আলী খলিফা, সোবাহান খলিফা।
ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি পুটু মিয়া, সহ সাধারণ সম্পাদক আহাদ, সাজ্জাদ আলম পারভেজ, আশরাফুজ্জামান, টুটুল, রাজন, মুন্সি সহ ক্লাবের সদস্যরা।
ফাইনাল খেলায় ফুলবাড়ি অগ্রদূত ক্লাবকে ফুলবাড়ি হাজিপাড়া টপটেন ক্লাব ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে একটি করে ট্রফি ও প্রাইজ মানি প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি তুলে দেন।