দুপচাঁচিয়া উপজেলা

দুপচাঁচিয়ায় গাঁজাসহ মাদক মামলার আসামী গ্রেপ্তার

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা(বিপিএম বার) এর মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদের কৌশলী নির্দেশনায় এবং দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর নির্দেশে ১২নভেম্বর দিবাগত রাতে থানার এসএই খাইরুল ইসলাম ও এএসআই রতন কুমার রায় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫০গ্রাম গাঁজা সহ ১০টি মাদক মামলার আসামী পবন সরকার(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার মেইলবাসস্ট্যান্ড মাঝিপাড়া এলাকার মৃত শংকর সরকারের ছেলে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ১৫০গ্রাম গাঁজা সহ ১০টি মাদক মামলার আসামী পবন সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button