নওগাঁয় বিদ্যুতের মিটার চোর ও বিকাশ প্রতারক গ্রেপ্তার

পল্লী বিদ্যুতের তার ও মিটার চুরির সঙ্গে জড়িত থাকায় দুই চোর ও এক বিকাশ অ্যাকাউন্ট প্রতারককে গ্রেপ্তার করেছে নওগাঁ ডিবি পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নওগাঁ সদরের কৃত্তিপুর গ্রামের ঝোপঝাড়ের ভেতর থেকে ৫টি মিটার, ৩টি মিটার সকেট, ১টি খালি ট্রান্সমিটার ও ৬৫ ফিট তারসহ মো: মাসুদ রানা ও মো; আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ রানা বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বিনাহালি গ্রামের মৃত ফুলবরের ছেলে এবং আব্দুল্লাহ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মাজিন্দা গ্রামের আক্তার আলীর ছেলে।
এছাড়া, অপর এক অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানার কড্ডার মোড় হতে বিকাশ প্রতারক মো: হালিমকে গ্রেপ্তার করা হয়। হালিম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ভারাঙ্গা গ্রামের আ: সালামের ছেলে।
এ ব্যাপারে নওগাঁ সদর থানায় পল্লী বিদ্যুতের যন্ত্রাংশ চুরির মামলা এবং রাণীনগর থানায় বিকাশ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।