আন্তর্জাতিক খবর

বিচ্ছেদ ঘটলে মেলানিয়াকে ৬৮ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পের

সময়টা খুবই খারাপ যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একেতো নির্বাচনে বাইডেনের কাছে হেরেছেন, তারপর শুরু হয়েছে স্ত্রী মেলানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। মেলানিয়া ট্রাম্পের এক আইনী পরামর্শদাতা জানিয়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার বিচ্ছেদ বাস্তবায়িত হয়, তবে স্ত্রীকে মোটা অঙ্কের খোরপোষ দিতে হবে ট্রাম্পকে। সেটা প্রায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। খবর ডেইলি মেইলের।

১৫ বছর আগে বিয়ে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। হোয়াইট হাউজ ছাড়ার পরই ট্রাম্প ও মেলানিয়ার বিচ্ছেদ হবে, এই খবর ইতোমধ্যেই প্রকাশিত।

মেলানিয়ার আইনি পরামর্শদাতা জানান, যে জীবনযাত্রায় মেলানিয়া অভ্যস্ত, সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।

উল্লেখ্য, ট্রাম্পের আগের দুটি বৈবাহিক সম্পর্কেও খোরপোষ দিতে হয়। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস ২ মিলিয়ন মার্কিন ডলার খোরপোষ পেয়েছিলেন। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদপম বাড়ি, নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডার বিলাসবহুল ম্যের এ ল্যাগো রিসর্টে ভ্রমণের সুযোগ।

ডেইলি মেইল জানিয়েছে, যে কোনও দিনই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন মেলানিয়া

মেলানিয়ার সাবেক সহযোগী স্টেফনি ওয়োকঅফ দাবি করেছেন, হোয়াইট হাউজে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্র আর্থিক লেনদেনের।

একই তথ্য জানিয়েছে মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান। তিনি বলেন, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। যে কোনও মুহূর্তে তা ভেঙে যেতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button