Uncategorized

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের কিশোর সাদাত রহমান। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনমূলক অ্যাপ বানানোর স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

শুক্রবার নেদারল্যান্ডসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ীর হাতে ভারচুয়ালি পুরস্কার তুলে দেন।

এবার পুরস্কারের জন্য ৪২টি দেশের ১৪২ জন শিশুর মনোনয়ন দেয়া হয়। সাদাতের সঙ্গে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া অন্য দুজন হলো মেক্সিকোর ইভান্না ওরতেজা সেরেট ও আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলন।

পুরস্কারের মঞ্চে সাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার কার্যক্রম তুলে ধরেন। ১৭ বছর বয়সী সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সাদাত রহমান ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button