আন্তর্জাতিক খবর

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি, নিহতের সংখ্যা বেড়ে ১৫

পাকিস্তান-ভারত সীমান্তে দুপক্ষের গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। কাশ্মীরের উরি, কারেনসহ কয়েকটি সেক্টরে দুদেশে সীমান্তরক্ষিদের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের এনডিটিভি বলছে, নিহতদের মধ্যে বিএসএফ জওয়ানসহ ৪ ভারতীয় সেনা রয়েছেন। আছেন ৩ বেসামরিক নাগরিকও। এর মধ্যে বারামুল্লা জেলার নামব্লা সেক্টরে পাকিস্তানি মর্টার হামলায় প্রাণ গেছে ২ ভারতীয় সেনার। হাজি সেক্টরে নিহত এক বিএসএফ জওয়ান এবং আরেকজন আহত। উরিতে নারীসহ মারা গেছেন ২ বেসামরিক নাগরিক।

সেনা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, গোলাগুলিতে ৬ থেকে ৭ জন পাকিস্তানি সেনাও মারা গেছেন। নিহতদের মধ্যে স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোরও ২ সদস্য আছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button