বগুড়া সদর উপজেলা

আ’লীগ নেতা এ্যাড. মুকুলের রোগমুক্তি কামনায় দোয়া

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুুকুলের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় শহরের এম এস ক্লাব লিল্লাহ জামে মসজিদ মসজিদে বাদ মাগরিব পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সার্জিল,সুপ্ত, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তোহা,সঞ্চয়, সজল, শান্ত, সাকিব, সিজান হাবিব সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুুকুল কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে আওয়ামীলীগ নেতা এ্যাড. মকবুল হোসেন মুকুলের রোগমুক্তি কামনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button