আন্তর্জাতিক খবর

একদিনে সাড়ে ৮ হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত ৫ লাখের বেশি

বিশ্বে একদিনে করোনায় সাড়ে আট হাজারের বেশি প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত ৫ লাখ ৭২ হাজারের বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজারের বেশি নতুন রোগী। প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের।

সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। সংক্রমণ বাড়ার হার ধারণার চেয়ে ১০ গুন বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সংক্রমণ রোধে ১শ শহরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান।

এদিকে, আংশিক লকডাউনের মধ্যেই জার্মানিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ফলে সেখানে এখনই বিধিনিষেধ প্রত্যাহারের পরিকল্পনা নেই সরকারের। বরং করোনা নিয়ন্ত্রণে আরো বাড়তে পারে লকডাউনের মেয়াদ। ২ নভেম্বর থেকে ৪ সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয় দেশটিতে।

ইতালির করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আরো কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাম্পানিয়া ও তুস্কানি। অর্থনীতি চাঙা রাখতে দ্বিতীয় লকডাউনের পথে যাচ্ছে না ইতালি সরকার।

এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫৩১ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button