পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারালো তামিমের লাহোর কালান্দার্স
প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমিকে হারালো তামিম ইকবালের লাহোর কালান্দার্স। ৫ উইকেটে জিতলো তারা। প্রথমে ব্যাট করে ১৭০ রান করে জালমি। জবাবে, ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কালান্দার্স।
রোববার (১৫ নভেম্বর) রাতে দ্বিতীয় এলিমিনেটরে লাহোরের প্রতিপক্ষ মুলতান সুলতান।
করাচিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান লাহোরের অধিনায়ক সোহেল আক্তার। শুরুটা ভালোই হয় পেশোয়ারের। শুন্য রানে হায়দারকে হারালেও, ইমাম আর মাকসুদের ব্যাটে সচল তাহকে তাদের রানের চাকা। পরে, ফাফ ডু প্লেসি এবং শোয়েব মালিকও ছোট ছোট স্কোর গড়লে, ১৭০ রানের পুঁজি পায় জালমি।
জবাব দিতে নেমে ভালো সূচনা করতে পারেনি লাহোর। ৬ রানেই ফিরে যান ফখর জামান। ২ চার আর এক ছক্কায় ১৮ রান করে উইকেট বিলিয়ে দেন তামিম ইকবালও। তবে, পেশোয়ারের সামনে ঢাল হয়ে দাঁড়ান অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। তার হার নামা ৭৪ এর সঙ্গে সামিত প্যাটেল এবং ডাঙ্কের ছোট দুটি স্কোরে, সহজ জয় পায় কালান্দার্স। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ হাফিজ