সারাদেশ
ময়মনসিংহ থেকে বিপুল পরিমাণে মাথার খুলি ও হাড় উদ্ধার
ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে বিপুল মানবদেহের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাপ্পী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্ধ করা হয়েছে বেশকিছু রাসায়নিক দ্রব্য।
গতকাল শনিবার গভীর রাতে শহরের রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘শহরের রামকৃষ্ণ মিশন রোডে বাপ্পী ভাড়া থাকেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার বাপ্পীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মানবদেহের হাড়ের ব্যবসার সঙ্গে বাপ্পী জড়িত। এ ছাড়া শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার শাকিল নামে আরো এক যুবক জড়িত রয়েছে। শাকিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কর্মরত।