আইনজীবী সুমন ও ইশরাতের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ গত ৮ই নভেম্বর এই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
সোমবার শুনানি করার কথা থাকলে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি না করে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে অভিযোগ তারা বিচারপতিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেন।
এর আগে তারা হাইকোর্টের এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মুন সিদ্দিককে হাইকোর্টের সরাসরি প্র্যাকটিস করার সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।
এ বিষয়ে দেয়া হাইকোর্টের রুলের শুনানিতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ।