নেপালের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেও দুর্দান্ত বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে নেপালকে ১-০ ম্যাচের ব্যবধানে হারালো জামাল ভুঁইয়ারা।
সিরিজের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ আজ শেষ ম্যাচে গোল শূন্য ব্যবধানে ড্র করেছে।
সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। এই ম্যাচেও জয়ের আশা ছিল সবার। ম্যাচের আগে দলের হেড কোচ জেমি ডে করোনা আক্রান্ত হলেও জামাল ভুঁইয়ারা নেমেছিল জয়ের জন্যই। তবে প্রথম ম্যাচের মতো আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি লাল০-সবুজ জার্সি ধারীদের।
শেষ ম্যাচের একাদশে ছিল দুটি পরিবর্তন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে এ ম্যাচে পুরো সময় খেলানো হলেও বাদ পড়েছিলেন ডিফেন্ডার রিয়াদুল হাসান। তার পরিবের্তে একাদশে জায়গা হয় অভিজ্ঞ ইয়াসিন খানের।
দুই দলের পাল্টা আক্রমণে প্রথমার্ধ্ব গোল শূন্য ড্র হলেও সমর্থকদের প্রত্যাশা ছিল শেষার্ধে গোল পাবে বাংলাদেশ। সেটি না হওয়া হতাশ হতে দেখা যায় দর্শকদের তবে সিরিজ জয়ের আনন্দ কিছুটা ভুলিয়ে দেয় আতশবাজি ফুটিয়ে সিরিজ জয় উদযাপন।