বগুড়া লাইভ - আপডেট

মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ’ মোড

বার্তা অদৃশ্য হওয়ার জন্য মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ’ মোড চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। এ ধরনের ফিচার স্ন্যাপচ্যাটে চালু আছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবর, এই ফিচারে চ্যাট, ইমোজি, ছবি, জিআইএফ, ভয়েস বার্তা এবং স্টিকার পাঠানোর পর দেখা শেষ হলে ব্যবহারকারীরা চ্যাট ছেড়ে যাওয়ার পর সেসব বার্তা অদৃশ্য হয়ে যাবে।

সুরক্ষার উদ্দেশ্যে এমন ফিচার চালু করা হয়েছে উল্লেখ করে ফেসবুক জানিয়েছে, এই মোড চালু করতে বার্তা আদান-প্রদান করা দুজনকে এই ফিচার চালু করতে হবে। আর মোড চালু থাকা অবস্থায় কেউ স্ক্রিনশট নিলে অপরজনকে বার্তা পাঠাবে ফেসবুক।

জানা গেছে, বেশ কিছু দেশে মেসেঞ্জারে এরই মধ্যে ভ্যানিশ মোড চালু হয়েছে, যা পরে সবাই এই ফিচারের সুবিধা পাবে। ইনস্টাগ্রামেও এই ফিচার চালু হবে দ্রুতই।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button