শেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত
শেরপুর(বগুড়া) প্রতিনিধি: “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন ও যান্ত্রিক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
শেরপুর ফায়ার স্টেশন অফিসার মোঃ রতন হোসেন সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, আগত অতিথি ও উপস্থিতিদের মাঝে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইকুপমেন্ট বিষয়ক ধারণা প্রদান শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।