বগুড়া লাইভ - আপডেট

বাংলাদেশকে ৪৪ ভাগ আইডি সম্পর্কে তথ্য দিয়েছে ফেসবুক

জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ২৪১টি অনুরোধের মাধ্যমে ৩৭১টি ইউজার আইডি বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চেয়েছিল। যার মধ্যে ফেসবুক ৪৪ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে বাংলাদেশ সরকারকে।

সম্প্রতি ফেসবুক হালনাগাদ ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখান থেকে এই তথ্য জানা গেছে। ফেসবুক প্রতি ছয় মাস পর তাদের হালনাগাদ ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে।

ফেসবুক হালনাগাদ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা যাচ্ছে, ৩৭১টি ইউজার আইডি বা অ্যাকাউন্ট সম্পর্কিত যে তথ্য চেয়েছিল সরকার, সেখানে ৯৯টি আইডি বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য জরুরি অনুরোধ ও ১৪২টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তথ্য চেয়েছে বাংলাদেশ। আর গেল কয়েক বছরে তথ্য চাওয়ার হার বাড়িয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর চেয়ে ২০১৬ সালের এপ্রিলে প্রথম অনুরোধ করা হয়। সেই অনুরোধে সাড়াও দিয়েছিল ফেসবুক। ট্রান্সপারেন্সি প্রতিবেদনটি দেখুন এই লিংকে : https://transparency.facebook.com/government-data-requests/country/BD

এই বিভাগের অন্য খবর

Back to top button