খেলাধুলা

বাংলাদেশ ফুটবলার বাদল রায় মারা গেছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি ও সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায় নেই। আজ রবিবার স্কয়ার হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

গত ৫ই অক্টোবর বিকেলে হঠাৎ বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি বাদল রায়কে তাৎক্ষণিকভাবে ইন্টেনসিভ কেয়ার ইউনিট-আইসিউতে নেয়া হয়। গেল কয়েকবছর ধরেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button