আন্তর্জাতিক খবর
ভ্যাকসিনের দাম জানালো মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে যে তাদের তৈরি করোনার ভ্যাকসিনের মূল্য ২৫ ডলার বা ২১০০ টাকা থেকে ৩৭ ডলার বা ৩ হাজার ১০০ টাকা হতে পারে।
জার্মানির সংবাদমাধ্যম ওয়েলট অ্যাম সোনট্যাগকে দেওয়া একটি সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন বানসেল।
এ প্রসঙ্গে বানসেল বলেন, আমাদের ভ্যাকসিনের দাম অন্যান্য ভ্যাকসিনের মতোই থাকবে।
গত সোমবার ভ্যাকসিন ক্রয়ের জন্য মডার্নার সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউরপীয় ইউনিয়নের কর্মকর্তারা। জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ২৫ ডলারের নিচে ভ্যাকসিনের দাম রাখার জন্য মডার্নার কাছে প্রস্তাব রাখেন।
এ বিষয়ে বানসেল বলেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি আমরা।
সম্প্রতি মডার্না জানিয়েছি যে তাদের করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর।