খেলাধুলা

শচীনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ বিরাট কোহলির

আর কদিন বাদে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হচ্ছে। আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। আসন্ন এই সিরিজে বেশকটি রেকর্ড গড়ার সুযোগ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর খবরে জানা গেছে, এখন পর্যন্ত ২৩৯ ইনিংসে কোহলি ১১ হাজার ৮৬৭ রান করেছেন। ১২ হাজার রানের ক্লাবে ঢুকতে হলে আর করতে হবে ১৩৩ রান। তিন ম্যাচে ১৩৩ রান করতে পারলে, দ্রুত ১২ হাজার রান করার বিশ্বরেকর্ড গড়বেন তিনি। বর্তমানে এই রেকর্ডটির মালিক ভারতের সাবেক তারকা শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংসে ১২ হাজার রান করেছিলেন শচীন।

আবার তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি করলে শচীনকে স্পর্শ করবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০টি ইনিংসে নয়টি সেঞ্চুরি করেছেন ভারতীয় সাবেক তারকা। কোহলির আছে আটটি, মাত্র ৩৮ ইনিংসে। আর সিরিজে দুটি সেঞ্চুরি করলে টপকে যাবেন শচীনকে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ আছে কোহলির। টেস্ট ও ওয়ানডে মিলে অধিনায়ক হিসেবে পন্টিং করেছেন ৪১টি সেঞ্চুরি। সমান ৪১টি সেঞ্চুরি রয়েছে কোহলিরও।

আসন্ন সিরিজে আর একটি সেঞ্চুরি করলেই ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের মালিক হবেন কোহলি।

এই বিভাগের অন্য খবর

Back to top button