খেলাধুলা

ইনজুরিতে ৭ দিন মাঠের বাইরে সাইফউদ্দিন

চোটের কারণে এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিনিস্টার রাজশাহীর মোহাম্মদ সাইফউদ্দিন। তাতে বঙ্গবন্ধু কাপের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না এই অলরাউন্ডার।

রবিবার (২২ নভেম্বর) অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। ক্র্যাচে ভর করে ছাড়েন মাঠ। বিসিবির ফিজিও’র তত্বাবধানে শুরু হয় চিকিৎসা। জৈব সুরক্ষার আওতায় থাকায় আপাতত স্ক্যান করা হচ্ছে না। দুইদিন পর্যক্ষণের পর উন্নতি না হলে তবেই করা হবে স্ক্যান। এরপর রিপোর্ট অনুযায়ী নেয়া হবে পদক্ষেপ।

বর্তমান যে অবস্থা তাতে খেলতে পারবেন না অন্তত সাতদিন। ঢাকা, খুলনা আর বরিশালের বিপক্ষে ম্যাচে সাইফকে পাচ্ছে না রাজশাহী। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আসর।

এই বিভাগের অন্য খবর

Back to top button