কাহালুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্চিত পল্লী বিদ্যুৎ কর্মচারী, গ্রেফতার ২
বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছেন কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যানসহ কয়েকজন কর্মচারী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গুরুবিশা গ্রামে বকেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাইন ম্যানসহ কয়েকজন কর্মচারী লাঞ্চিত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গুরুবিশা গ্রামের লিয়াকতের ছেলে মাহমুজ্জামান জনি (৩৫) ও আফছার আলীর ছেলে আবু জুয়েল সোনার (২৫)।
কাহালু থানার আবুল খয়ের জানান, যারা ৪ মাস বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে গত বুধবার বিকেলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন। এসময় গ্রেফতারকৃতরা ও তাদের সহযোগীরা মিলে লাইন ম্যান জুয়েলসহ কয়েকজন পল্লী বিদ্যুতের কর্মচারীকে লাঞ্চিত করে।
এ ঘটনায় কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বৃহস্পতিবার কাহালু থানায় একটি মামলা করেন।