শেরপুর উপজেলা
নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডের দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য খাতের অন্যতম মাঠকর্মী স্বাস্থ্য সহকারীরা।
২৬ নভেম্বর সকালে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন শেরপুর উপজেলার শাখার সভাপতি মো. জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে এ কর্ম বিরতি অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডের দাবিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বোস্তামী, স্বাস্থ্য সহকারী মরিয়ম, ইয়াছিন, আব্দুর রাজ্জাক, শহিদ, মান্নান, শামসুন্নাহার, দেলোয়ারা প্রমুখ।