খেলাধুলা

অস্ত্রোপচার করাতে হবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুলের

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। গত শনিবার চোটে আক্রান্ত হয়েছেন মুমিনুল। তাই চলমান টি-টোয়েন্টি কাপে আর খেলতে পারছেন না তিনি। শুধু তাই নয়, গাজী গ্রুপ চট্টগ্রামের এই ব্যাটসম্যানের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে।

এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুমিনুলের অস্ত্রোপচার করাতে হবে। কোথায় করাতে হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

গত শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পায়েছিলেন মুমিনুল। ব্যথা পাওয়ার পরও ব্যাট করেছেন তিনি। এরপর ব্যথা আরো বেড়ে গেয়েছিল। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়েন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম দারুণ খেলছে। আসরে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সব কটিতেই জয় পেয়েছে তাঁর দল। তবে ব্যাট হাতে মুমিনুল খুব একটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে আট ও দ্বিতীয় ম্যাচে পাঁচ রান করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button