কাহালু উপজেলা
কাহালুতে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের জরিমানা

বগুড়ার কাহালু উপজেলায় মাস্ক পরিধান না করে জনসমাগমপূর্ণ স্থানে ঘোরা ফেরা করায় ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে কাহালু বাজার ও মালঞ্চা বাজারে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের ২৫০০টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান।
অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ানুর রহমান, উপজেলা ¯^াস্থ্য ও প.প. অফিসার ডা. যাকারিয়া রানা, কাহালু থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং “মাস্ক পরুন, সেবা নিন” স্লোগানটি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।