শেরপুর উপজেলা

শেরপুরে জনসচেতনতায় মাইকিং, মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে সরকারের নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়ন করতে উপজেলায় প্রসাশন ২ ডিসেম্বর বুধবার সকালে শহরের সাব-রেজিস্ট্রি বাজার, ধুনট মোড় ও রণবীর এলাকার জন সাধারণ জনগনকে মাস্ক পড়ার উদ্বুদ্ধ করে মাইকিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জনকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ শহরের খেজুরতলা এলাকা ঢাকা ট্রার্মিনালে ২ ডিসেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট বসিয়ে টিকিট কাউন্টারে ক্রেতা বিক্রেতা বাস ট্রাক সিএনজি যাত্রিদের মাক্স পরতে উদ্বুদ্ধ করেন। এ সময় মাক্স না পরার অপরাধে ১২ জনকে এক হাজার পাঁচ শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহযোগীতা করেন শেরপুর থানা পুলিশ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুশাসের সদস্যরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button