বগুড়ায় ভাষ্কর্যর বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের দমনের দাবীতে যুবমহিলা লীগের মানববন্ধন
বগুড়ায় ভাষ্কর্যর বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবীতে বাংলাদেশ যুবমহিলা লীগ, বগুড়া জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০.৩০ বগুড়া সাতমাথায় বাংলাদেশ যুবমহিলা লীগ, বগুড়া জেলা শাখার আয়োজনে ভাষ্কর্যর বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি লাইজন আরা লিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বগুড়া জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাছরিন রিক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগ নেত্রী মাকসুদা মলি, আফরোজা আকতার রিমা, আইভি আকতার নুপুর, নাহিয়া আক্তার নন্দিতা, কনিকা ইসলাম, মিথিলা ফারজানা, ইসমত আরা প্রমুখ।