জাতীয়

আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছবি রাফিদ ইয়াসার’র ফাস্ট লাইট

পর্দা নামল Agora আয়োজিত আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা Small ২০২০ এর আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ হাজার ফটোগ্রাফার তাদের নিজেদের শ্রেষ্ঠ ছবি দিয়ে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় যার মধ্যে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে বগুড়ার সন্তান রাফিদ ইয়াসার এর “ফাস্ট লাইট” নামক ছবিটি।

রাফিদ বর্তমানে একটি বেসরকারি ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি বগুড়া জিলা স্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক শেষ করেন।

রাফিদ ইয়াসার’র আগেও আছে অনেক খেতাব। যার মধ্যে ইন্টারন্যাশনাল ৫৪ টি ম্যাগাজিনে একদিনে তার ছবি ছাপা হয়েছিল, পাখির চোখে বইমেলা ২০২০ এবং অর্র্থী কেন কাঁদছে এগুলো উল্লেখযোগ্য।

রাফিদ জয়ী হবার পর দেশের পর প্রথমেই প্রাণপ্রিয় সেই বগুড়া জিলা স্কুলকে স্মরন করে তার ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সেখানে লেখা!! আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতে গিয়েছে, আলহামদুলিল্লাহ বগুড়া জিলা স্কুল জিতে গিয়েছে,
আলহামদুলিল্লাহ তোমরা অন্যান্য স্কুলের ছোট ভাইও বোনেরা যারা এগিয়ে এসেছিলে তারাও জিতে গিয়েছো।
আলহামদুলিল্লাহ আপনাদের ভালবাসা জিতে গিয়েছে।

এছাড়া তিনি তার স্ট্যাটাসে স্কুলের এক বড় ভাইয়ের চিকিৎসার জন্য কিছু অর্থ জোগাড় করতে পেরেছে বলেও সেখানে উল্লেখ করেন।

তিনি সবশেষে আল্লাহ’র অশেষ রহমত এবং আপনাদের সবার ভালবাসায় আমি সারাবিশ্বের ১৬ হাজার ফটোগ্রাফারের তোলা ১৬ হাজার ছবির মাঝে প্রথম স্থান অধিকার করেছি লিখে নিজের জয়টি সবার মাঝে বিলিয়ে দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button