খেলাধুলা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের সাথে ৫ গোলে হেরেছে বাংলাদেশের

বিশ্বকাপ বাছাই ম্যাচে কাতারের কাছে ৫ গোলে হার বাংলাদেশের। ফলটা অনুমিতই ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সাথে পারার কথা না বাংলাদেশের। হয়েছেও তাই।

ঘরের মাঠ আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। অপেক্ষার প্রহরটা খুব লম্বা হয় নি। ঐ ঘটনার মিনিট পাচেক না পেরোতেই লিডে কাতার।

তবে, দুর্ভাগ্য বাংলাদেশের। আব্দুল আজিজের শটটা দিক বদলে না গেলে ফেরানোর সুযোগ তো জিকো পেতেই পারতেন। লেফট উইংয়ে দাপিয়ে বেড়ানো আফিফের বাকানো শটে লিড ডাবল।

সেকেন্ড হাফ ম্যাচের বয়স পেরিয়েছে সত্তর মিনিট। ডি বক্সে ভুল ডিফেন্স লাইনে। পেনাল্টি কাতারের। স্পটকিকে আলমোয়াজ স্পট অন। খানিক বাদেই হালি পূর্ন ক্যাপ্টেন আল হেইডোসের সাজানো বলে।আবারও স্কোরার আল-মোয়াজ। ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করেন আফিফ। ৫-০ এর জয়ে ১৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে কাতার। বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। 

এই বিভাগের অন্য খবর

Back to top button