আইন ও অপরাধ

বগুড়ায় ডিবির অভিযানে ০১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়োন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার অভিযানে ০১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

০৬ ডিসেম্বর বেলা ১৬.৩৫ ঘটিকার সময় বগুড়া জেলার সোনাতলা ধানাধীন ছয়ঘরিয়া পাড়াস্থ  সোনাতলা রেল স্টেশন হইতে চমরগাছা বাজারের পাকা রাস্তার ওপর হইতে ০১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কলাকাটা এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক জানান : গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button