জাতীয়

বিমানবন্দরের মাটি খুঁড়তে গিয়ে ২৫০ কেজি বোমা উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটি খুঁড়তে গিয়ে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে মূল বিমানবন্দরের এলাকার বাইরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে বোমাটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তাপস কুমার দাস বলেন, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় ৩ মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল।

তিনি আরও বলেন, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলে রাখা সেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহের মুক্তাগাছায় বিমানঘাঁটিতে নেয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button