বগুড়াবগুড়া সদর উপজেলা

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

“জাতির পিতার সন্মান
রাখবো মোরা অম্নান” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার নিন্দনীয় প্রতিবাদে জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা প্রসাশক জিয়াউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার।
এছাড়া বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া,সিভিল সার্জন ডঃ গউসুল আজিম চৌধুরী সহ আরো অনেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচি উদ্ভোধনকালে জেলা প্রসাশক জিয়াউল হক বলেন,জাতির পিতার দায় শোধ করতে আমরা মিলিত হয়েছি। জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও তার অবমাননায় আমাদের এই প্রতিক্রিয়া

এই বিভাগের অন্য খবর

Back to top button