আন্তর্জাতিক খবরকরোনা আপডেট
করোনায় একদিনে ২য় সর্বোচ্চ মৃতের সংখ্যা মেক্সিকোতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩৭৯ জন। তারপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৮৫ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৬৭ লাখের বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৬ হাজারেরও বেশি। আর মেক্সিকোতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ লাখের বেশি, প্রাণ হারিয়েছে ১ লাখ ১৩ হাজারের বেশি।
ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার জন, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজারের বেশি। একদিনে ৩৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজারের বেশি।