বগুড়াবগুড়া সদর উপজেলা
বগুড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা প্রসাশন

আজ ১৪ ই ডিসেম্বর সুর্যাস্তের সময় সদর উপজেলার কৈচড় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ সকল বুদ্ধিজীবী গণকে জেলা প্রশাসন বগুড়ার পক্ষ থেকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বগুড়া’র জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, আব্দুর রাজ্জাক, ফাঁপোর ইউপি চেয়ারম্যান মহরম আলী সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্ম জুম ব্যবহার করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়