শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় শহীদ মিনারে তাতীঁলীগের মোমবাতি প্রজ্জলন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতীলীগ বগুড়া জেলা শাখার আয়োজনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম প্রহরে বগুড়া শহীদ খোকন পার্কে শহীদ মিনারে বাংলাদেশ তাঁতীলীগ বগুড়া জেলা শাখার আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।
এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম টপি, বাংলাদেশ তাঁতীলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল আলম শাওন, বগুড়া জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আল-আমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন রাজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সমবায় ও তাঁত শিল্প সম্পাদক নান্নু সরকার, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কাজল, আল-আমিন হোসেন সুমন প্রমুখ।