আদমদিঘী উপজেলা

১৬ পিস অ্যাম্পুলসহ মাদক বিক্রেতাকে ধরল পুলিশ

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় নাহিদ চাউল কলের গেটের সামনে রাস্তার ওপর প্রকাশ্যে ‘অ্যাম্পুল’ বিক্রি করছিল আট মাদক মামলার আসামি হাফিজুর রহমান (৩৮)। খবর পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার হাফিজুর উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত কছির উদ্দীনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের হাটখোলা এলাকায় নাহিদ চাউল কলের সামনের রাস্তায় আট মাদক মামলার আসামি হাফিজুর রহমান অ্যাম্পুল বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালালে ওই মাদক ব্যবসায়ী বিষয়টি টের পেয়ে জমির কাদার মধ্য দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ ধাওয়া করে চোর-চোর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ধরে ফেলে। এতে ১৬ পিস অ্যাম্পুলসহ পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button