খেলাধুলা

সাকিব আল হাসানের শ্বশুর মারা গেছেন

আজ সোমবার দুপুরে মারা গেছেন সাকিব আল হাসান এর শ্বশুর মমতাজ আহমেদ। মৃত্যুকালে মমতাজ আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর।

সাকিব অসুস্থ শ্বশুরের পাশে থাকতে রোববার গভীর রাতে রওনা করেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে কিন্তু যাওয়ার আগেই পৃথিবী ছাড়লেন শ্বশুর।

দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছে সাকিব আল হাসান। কিন্তু ফেরাটা হয়নি ঝলমলে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি। তবে তার দল জেমকন খুলনা পৌঁছে গেছে ফাইনালে। সাকিবের দল ফাইনালে গেলেও শ্বশুরের অসুস্থতার খবরে ফাইনাল না খেলেই দল ছাড়তে হয় তাকে।

টি-টোয়েন্টি কাপে সাকিব খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান আর নিয়ছেন ৬ উইকেট। মাঠের এমন হতচ্ছাড়া পারফরম্যান্সের সঙ্গে যোগ হলো এবার আপনজন হারানোর শোকও।

এই বিভাগের অন্য খবর

Back to top button