শাজাহানপুর উপজেলা

বগুড়ার শাজাহানপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক

বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম বারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি, ডিবি, বগুড়া মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা এবং ৮৫ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় বগুড়া জেলার শাজাহানপুরের চকপদ্মগাড়ীস্থ রিংকুর ইউকিক্যালিপটাস বাগানের সামনে হইতে ৩শ পিস ইয়াবাসহ শাজাহানপুর উপজেলার বিরাহীমপুর পশ্চিমপাড়া মৃত মোজাহার আলী, মোঃ আবু সাঈদকে (৪৮) গ্রেফতার করে। ডিবি বগুড়ার অপর একটি টিম ১৭ ডিসেম্বেবর বেলা ২টায় সময় বগুড়া জেলার সদর থানাধীন মথুরাপুর সাকিনস্থ মদিনাতুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসার সামনে হইতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মো. বাবু প্রাং (৪৫), মোছাঃ আসমা আক্তার সাথী(৩৬) গ্রেফতার করে। ডিবি বগুড়ার তৃতীয় একটি টিম ১৬ ডিসেম্বর ২টায় সময় বগুড়া জেলার ধুনট থানাধীন মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনে হইতে ২০০ পিস ইয়াবাসহ আসামি মোঃ মজনু খাঁ (৪১), পিতা-মো. মান্নান খাঁ, সাং-টাকা ধুকুরিয়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। ডিবি বগুড়ার চতুর্থ টিমটি ইং-১৬/১২/২০২০ তারিখ ১৬.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা মানিক টেলিকম বিকাশ এজেন্ট দোকানের সামনে অভিযান চালিয়ে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ আসামি মো. টিটুল(২৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া শাহাজানপুর, ধুনট ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।মাদক নির্মূলে বগুড়া ডিবি সকলের সহযোগিতা কামনা করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button