জাতীয়
বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু সহনশীলতার সাথে মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার। বিজয় দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু সহনশীলতার সাথে মোকাবেলা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
স্বাধীনতার ৪৯ তম বার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি।
দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ৯৯ ভাগ মানুষ এখন বিদ্যুত পাচ্ছে। ভাস্কর্য ইস্যুতে সবাইকে সহনশীল হবার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
করোনা মোকাবেলায় সবাইকে আবারো সচেতন থাকার আহবান সরকার প্রধানের।