জাতীয়

প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মীকে বিদেশ পাঠানো হবে: প্রধানমন্ত্রী

বছরে প্রতি উপজেলা থেকে গড়ে এক হাজার কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনায় কাজ করছে সরকার। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে দেয়া বাণীতে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ, অভিবাসন খরচ কমানো এবং মধ্যস্বত্তভোগীদের জবাবদিহিতায় আনতে সেন্ট্রাল ডেটাবেইজ তৈরি হচ্ছে। কর্মী নিয়োগে অটোমেশন এবং বিভিন্ন ধরনের  ডিজিটালাইজড সেবা মিলছে। 

বৈশ্বিক মহামারির কারণে দেশে ফেরা কর্মী ও তাদের পরিবারকে সহজ শর্তে বিনিয়োগ ঋণ এবং তাদের জন্য রিইন্টিগ্রেশন কর্মসূচি নেয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button