বগুড়াবগুড়া সদর উপজেলা

যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুদ, ব্যবসায়ীর জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীর ১,০০,০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা শহরের কাঠাতলা ছাতাপট্টিতে অভিযান পরিচালনা করেন। এসময় ঔষধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডেড ঔষধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোর এর মালিক মো. পান্নাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় পান্না স্টোর থেকে অবৈধ যৌন উত্তেজক জিংসিং ও লায়ন ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সিরাপ বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাছিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা যৌন উত্তেজনামূলক ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button