দুর্ঘটনা

জয়পুরহাটে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ১০

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে।

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  এই দুর্ঘটনায় আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি আছেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button