চলতি ববছরেও ফিরছেনা নেইমার

অনিশ্চয়তার সুতোয় ঝুলছিল নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা। শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। চলতি বছরের বাকি সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি। ফরাসি ক্লাবটির মেডিকেল বিভাগ গতপরশু জানান, এখনও গোড়ালির চোট থেকে সেরে ওঠেননি নেইমার। আগামী বছরের জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে তারা।
গত রোববার ঘরের মাঠে লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। এই চোট কাটিয়ে নেইমারের দ্রæত ফেরাটা কঠিনই। তবে শুক্রবার দলটির কোচ টমাস টুখেল শুনিয়েছিলেন আশার বানী। লিলের বিপক্ষে গতরাতের ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন তিনি। তবে সেটি আর হয়নি।
চলতি বছর লিলের ম্যাচসহ দুটি ম্যাচ রয়েছে পিএসজির। আগামী বৃহস্পতিবার স্ত্রাসবুরের বিপক্ষে খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা।