সারাদেশ

মিরপুর তালতলায় বস্তিতে ভয়াবহ আগুন

ঢাকার মিরপুরে তালতলা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button