আন্তর্জাতিক খবর
এশিয়ায় প্রথম ফাইজারের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর

এশিয়ার মধ্যে সবার আগে ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর। সোমবার টিকাটির প্রথম চালান সিঙ্গাপুরে আসে।
এসময় সিঙ্গাপুরের পক্ষ থেকে বলা হয় , ‘দীর্ঘ এবং কঠোর পরিস্থিতির’ বছরটিতে মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যয় করা হচ্ছে। স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং চিকিত্সাগতভাবে দুর্বল ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৭ মিলিয়ন লোককে এ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর এনডিটিভির
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে টিকাটির অনুমোদন দেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি প্লেনে করে এই টিকা আসে।