টি-১০ লিগে দল পেয়েছেন নাসির-তাসকিন-আফিফ-মোসাদ্দেক

নতুন বছরের শুরুতে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগ। তার আগে বুধবার হয়েছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের ড্রাফট। আসন্ন টি-টেন লিগের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তারা হলেন— তাসকিন আহমেদ, নাসির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী ও মাহেদী হাসান।
ড্রাফটে ‘সি’ ক্যাটাগরি থেকে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।
মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। বাংলা টাইগার্স দলে নিয়েছে অলরাউন্ডার মাহেদী হাসানকে।
২০২১ সালের ২৮ জানুয়ারি শুরু হবে এবারের এই টি-টেন লিগের আসর। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। তাই দুই মাস পিছিয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন লিগ শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এবারো যথারীতি ১০ দিনে শেষ হবে এই আয়োজন। আর মানা হবে যথাযথ স্বাস্থ্যবিধি।