করোনা আপডেটবগুড়া
বগুড়ায় প্রায় আড়াই মাস পর করোনায় কম শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন ২ জনের মধ্যে সদরেরই ২ জন।
সুস্থ- ১১ জন।
মৃত্যু: নাই।
১৯৫নমুনায় শনাক্ত- ২জন। শজিমেকে ১৯০নমুনায় একজন এবং টিএমএসএস এ ৫ নমুনায় একজনের পজিটিভ।
মোট আক্রান্ত- ৯৪৭৬
মোট সুস্থ- ৮৬১৮
মোট মৃত্যু-২২২